logo

আন্তর্জাতিক

পশুদের খাবার খেয়ে বেঁচে থাকা সুদানিজ নারী, শরণার্থী শিবিরে বেড়ে ওঠা রোহিঙ্গা কিশোরী কিংবা গাজার যুদ্ধে আহত মায়েদের গল্প কেউ শোনে না

মুহাম্মদ হাবিব

শেয়ারঃ

main

জর্ডানের রানি রানিয়া

জর্ডানের রানি রানিয়ার শক্তিশালী বক্তব্যে উঠে এসেছে ক্ষুধার্ত সুদানিজ মহিলা, অসহায় শিবিরে বেড়ে ওঠা রোহিঙ্গা তরুণী এবং ইসরায়েলি আগ্রাসনে গড় আয়ু কমে যাওয়া গাজার নারীদের কথা।


২২ সেপ্টেম্বর (সোমবার) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বেইজিং ডিক্লারেশন অ্যান্ড প্ল্যাটফর্ম ফর অ্যাকশন-এর ৩০তম বর্ষপূর্তি সম্মেলনে তিনি এই বক্তব্য প্রদান করেন। ৫৫ বছর বয়সী এই সম্রাজ্ঞী আন্তর্জাতিক এ আয়োজনে জর্ডানের প্রতিনিধিত্ব করেন। উল্লেখ্য, বেইজিং ডিক্লারেশন জাতিসংঘ কর্তৃক ১৯৯৫ সালে গৃহীত নারী-পুরুষ সমতার এক ঐতিহাসিক কর্মসূচি।

রানি রানিয়া বলেন, "ত্রিশ বছর আগে বেইজিং ডিক্লারেশন নারী-পুরুষ সমতার জন্য এক উচ্চাকাঙ্ক্ষী কর্মসূচি নিয়েছিল, এবং এখানে অগ্রগতি হয়েছে। জর্ডানের অনেক নারীকে তাদের প্রেরণা ও লক্ষ্যের প্রতি আন্তরিক থেকে অর্থবহ জীবন গড়ে তুলতে দেখে আমি গর্ববোধ করি। কিন্তু বেড়ে চলা সহিংসতা, যা লক্ষ লক্ষ নারীকে পিছিয়ে দিচ্ছে বিধায় আমাদের আরো দীর্ঘপথ পাড়ি দিতে হবে।"


তিনি আরও বলেন, "তিন দশকের মধ্যে গত দুই বছরে বৈশ্বিক সংঘাত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আজ নারীদের সামনে থাকা নানা প্রতিবন্ধকতার মধ্যে এ বিষয়টি সবচেয়ে বিধ্বংসী। এটা সত্য যে বোমা কাওকে ছাড়ে না, কিন্তু যুদ্ধে নারীর শরীরের ক্ষত শারীরিক ক্ষতের চেয়েও গভীর। লিঙ্গভিত্তিক সহিংসতা বাড়ায় স্বাস্থ্যঝুঁকি, শোষণ এবং প্রতিদিন মর্যাদার ওপর আঘাত। হ্যাঁ, অবশ্যই আমাদের নারীর সাফল্য উদযাপন করতে হবে। কিন্তু উদ্ধাস্তু তাবুতে বসবাসই যে সকল নারীদের নিয়তি, তাদের কাছে ‘অগ্রগতির পথের বাধা’ নিয়ে চিন্তা করার কি সুযোগ থাকে? ক্ষতিগ্রস্থ নারীদের কথা সবসময় কম গুরুত্ব পায়, পশুদের খাদ্য খেয়ে বেঁচে থাকা সুদানের ক্ষুদার্থ নারী, উদ্ধাস্তু তাবুতে বেড়ে উঠা রোহিঙ্গা তরুণী, এবং আরো অগনিত নারীদের গল্প যা বলা হয় না। প্রতিটি নীরবতা এই বার্তাই দেয় যে কিছু নারী ভালো থাকবে আর কিছু থাকবে অবহেলিত।


তিনি গাজা প্রসঙ্গে বলেন, "গাজার ক্ষেত্রে এই নীরবতা বধির করে দিয়েছে। আমরা দেখেছি সেখানে নারীরা নিজের পরিবারের বাস্তুচ্যুতির খবর পাঠ করছেন। ফ্ল্যাশলাইটের আলোয় ও অ্যানেস্থেশিয়া ছাড়াই সিজারের অপারেশন হচ্ছে। নতুন মায়েরা এতটাই অপুষ্টিতে ভুগছেন যে তারা তাদের বাচ্চাদের দুধ পান করাতে পারছেন না, তাদের বাচ্চাদের দুর্ভিক্ষে মারা যাওয়া দেখছেন। ইজরায়েলের গাজার যুদ্ধ নারীদের গড় আয়ু ত্রিশ বছর কমিয়ে দিয়েছে। বেইজিং ডিক্লারেশনের ত্রিশ বছর পর, বৈশ্বিক প্রতিশ্রুতিগুলো তাঁদের জন্য কী করল?"

রানি রানিয়া আরও বলেন, "নারী শত প্রতিকূলতার মাঝেও টিকে থাকতে পারে, নারীর এই ক্ষমতা নিয়ে কোন সন্দেহ নেই। কিন্তু এই ক্ষমতা কোন ত্রুটিপূর্ণ প্রতিশ্রুতি দেয় নি। এটা এসেছে সেই সকল ত্রুটিপূর্ণ প্রতিশ্রুতি অগ্রাহ্য করে। নারীর অধিকারগুলো রাজনৈতিক লাভ ক্ষতির হিসাবে চিন্তা করা যায় না।


আমাদের আন্তর্জাতিক নিয়মগুলো নারীদের ব্যর্থ করেছে, যারা নারীর উপর নির্দ্বিধায় অত্যাচার করে তাদের শাস্তি দিতে ব্যর্থ হওয়ায়। আমি জাতিসংঘের কাছে আবেদন করছি, যারা ‘আন্তর্জাতিক মানবিক আইন’ লঙ্ঘণ করেছে তাদের বিরুদ্ধে কার্যকরি পদক্ষেপ নিন এবং এই আইন বিশ্বে পুনপ্রতিষ্ঠিত করুন। নারীর পাশে দাঁড়িয়ে নীরব দর্শক হওয়া যায় না।


সম্পর্কিত খবর