logo

জাতীয়

লন্ডনে বিমানের ক্রুর উপর অতর্কিত হামলা, সহকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

মো: রাকিব হাসান সাদিব

শেয়ারঃ

main

গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) লন্ডনে হেস্টন হাইট হোটেলে অবস্থানকালে বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বপ্রাপ্ত ক্রু শরনার্থীর অপ্রত্যাশিত হামলার শিকার হয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, হামলার শিকার দায়িত্বপ্রাপ্ত ক্রু তৈফুর নিজ হোটেলের নিচের অংশে বসা ছিলেন। এমন সময় হঠাৎ একজন শরনার্থী তাকে পেছন থেকে মোটা লাঠি দিয়ে আঘাত করেন। দ্রুত নিরাপত্তাকর্মীরা তাকে সম্ভাব্য অপমৃত্যুর হাত থেকে রক্ষা করেন।

খবর দিলে লন্ডন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে উক্ত শরনার্থীকে আটক করে এবং মামলা দায়ের করে। তারা নিশ্চিত করে শরনার্থী একজন নেশাগ্রস্ত ব্যক্তি। পরবর্তীতে তৈফুর ই-মেইলের মাধ্যমে বিমান কতৃপক্ষকে অবগত করেন। তবে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়।

নিজের নাম গোপন রেখে একজন সিনিয়র ক্রু বলেন, এখানে আমরা প্রতিনিয়ত এমন ভয়ে থাকি। বিশেষ করে নারী ক্রুদের নিরাপত্তা ঝুঁকি বেশি থাকে। তাদের জন্য নির্দিষ্ট হোটেলের চুক্তি থাকায় কতৃপক্ষের হস্তক্ষেপ জরুরি।

তিনি আরও বলেন, যদি দ্রুত হোটেল পরিবর্তন না করা হয়, তবে আরও বড় দুর্ঘটনা-এমনকি ধর্ষণের মতো ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এর মহাব্যবস্থাপক (জনসংযোগ) মিডিয়া কে জানান, ঘটনাটি আকস্মিক ও অপ্রত্যাশিত।লন্ডনের কান্ট্রি ম্যানেজার ঘটনাটি হোটেল কতৃপক্ষের কাছে অবহিত করলে তারা বিস্তারিত তথ্য ই-মেইল করতে বলেছেন। ইতোমধ্যে কান্ট্রি ম্যানেজার বিস্তারিত ঘটনাটি ই-মেইল করেছে। ফলস্বরূপ হোটেল কতৃপক্ষ বিষয়টি অনুসন্ধান করছে। ইতোমধ্যে হেটন হাইড কতৃপক্ষ ক্রুদের জন্য তাদেরই অন্য একটি হোটেলে থাকার ব্যবস্থা করেছে।



সম্পর্কিত খবর