ক্যাম্পাস
জাকসুর জিএস
জাকসুর জিএস নির্বাচিত বড় ভাইকে ক্যাম্পাসে গিয়ে অভিনন্দন ফাইয়াজের

সংগৃহীত
জুলাই আন্দোলনের সময়কার একটি ছবি নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। প্রিজনভ্যান থেকে নামানো বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি গায়ে এক কিশোর, দুই হাত সাদা রশিতে বাঁধা, এক হাতে কাপড়ের ব্যাগ। ছবির সেই কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজ তখন ছিলেন মাত্র ১৭ বছরের, ঢাকা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
সেই ফাইয়াজের বড় ভাই মাজহারুল ইসলাম (ডাক নাম ফাহিম) এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন।
বিজয়ী বড় ভাইকে অভিনন্দন জানাতে তার ক্যাম্পাসে গিয়েছিল ফাইয়াজ।
সেই আনন্দঘন বিষয়টি শেয়ার করে রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছে ১৮ বছরের এই তরুণ।
পোস্টে সে লিখেছে, ‘কালকে ভাইয়ার ক্যাম্পাসে গিয়েছিলাম, আনন্দমুখর এই সময়টাতে ভাইয়াকে কনগ্রেটস করতে। ভাইয়ার ক্যাম্পাসের প্রায় শতাধিক বড় ভাইয়া এবং আপুদের সাথে কথা হয়েছিল।
ভাইয়ার ডিপার্টমেন্টের বড় ভাইয়ারা এবং ক্যাম্পাসের আপুরা আমাকে বলেছেন ভাইয়াকে আগে যেভাবে পেয়েছিল স্বচ্ছতা, আন্তরিকতা, বিপদে সবার আগে এগিয়ে আসা, সবার হয়ে কাজ করা, নিরহংকার মনোভাব এই বৈশিষ্ট্যগুলো আগের মতোই বিদ্যমান থাকলে ভাইয়াকে আগামী এক বছরের এই যাত্রায় ভাইয়ার ক্যাম্পাসের ভাইয়া এবং আপুরাই ভাইয়ার সবচেয়ে বড় স্ট্রেংথ হয়ে থাকবে যেকোনো পরিস্থিতি কিংবা উদ্যাগে, নিয়ন্ত্রণ এবং গ্রহণের ক্ষেত্রে।
আমার মনে হয়েছে ভাইয়াসহ নির্বাচিত সবাইকে এই মেসেজটুকু পার্সোনালি না দিয়ে পাবলিকলি পৌঁছে দেওয়া প্রয়োজন।
দোয়া করি ভাইয়াসহ আরও যারা নির্বাচিত হয়েছেন তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী হিসেবে যেন অগ্রণী ভূমিকা রাখতে পারে।’
এর আগে দেওয়া এক পোস্টে বড় ভাইয়ের অমন অর্জনে উচ্ছ্বসিত ফাইয়াজ লিখেছে, একদিন আমি আম্মুকে জিজ্ঞেস করেছিলাম, আম্মু, আপনার সবচেয়ে প্রিয় মানুষ কে? কোনো দ্বিধা না করে তিনি বলেছিলেন, ‘ফাহিম’। সেই আম্মুর সবচেয়ে প্রিয় মানুষ আজ জাকসুর জিএস নির্বাচনে জয়ী হয়েছেন।
ফাইয়াজ বিশ্বাস করে, তার ভাই শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ ক্যাম্পাস প্রতিষ্ঠা, অধিকার রক্ষায় আপসহীন ভূমিকা এবং মতামতের বৈচিত্র্যকে অগ্রাধিকার দেবেন।
ফাইয়াজ উল্লেখ করেছে, মাজহারুল ইসলাম বিশ্ববিদ্যালয় জীবনে বিএনসিসি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্লাটুনের সিইউও ও ক্যাডেট ইনচার্জ, বিতর্ক সংগঠন জেইউডিওর সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও অ্যাকাডেমিক প্ল্যাটফর্মে দায়িত্ব পালন করেছেন।



